চোখে সূচ ফুটিয়ে স্বামীকে খুন করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করেই খুন করেছেন ওই মহিলা। এরপর বিষয়টি আত্মহত্যার মতো সাজিয়েছেন। প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ ব্লকের শঙ্করকলা গ্রামে। মৃত ব্যক্তি নারায়ণ দাসের বয়স ৩৫। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর চোখ ও সারা শরীরে ক্ষতচিহ্ন ছিল বলে জানিয়েছে পরিবার। স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলেছে পরিবার।
পরিবারের অভিযোগ, নারায়ণের স্ত্রী পবিত্র দাস দীর্ঘদিন ধরেই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনাও ছিল না। বুধবার নারায়ণ বোনকে ডাক্তার দেখিয়ে রাত ৮টা নাগাদ বাড়়ি ফেরেন। অভিযোগ, সেই সময় ওই মহিলার প্রেমিক এসেছিলেন। তাঁকে দেখে ফেলায় নারায়ণকে খুন করা হয়েছে বলে দাবি করেছে মৃতের পরিবার। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।