চলন্ত বাসে উঠে অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলায় কোপ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে আর বাঁচানো যায়নি তাঁকে। মৃত ঘোষণা করেন চিকিৎসক। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে কোমরপুরের কাছে। নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসির সঙ্গে বাসে বাড়ি ফিরছিল জ্যোতি খাতুন নামে ওই ছাত্রী। বাসটি কোমরপুরের কাছে পৌঁছতেই এক যুবক বাসে উঠে হামলা চালায় জ্যোতির উপর। গলা লক্ষ্য করে ধারাল অস্ত্রের কোপ বসান ওই যুবক।
বাসের যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই চলন্ত বাস থেকে লাফিয়ে রাস্তায় নেমে পড়েন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়েটির। চালক সোজা বাসটি কেতুগ্রাম থানায় নিয়ে যান। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।