পানীয় জলে ঘুমের ওষুধ মিশিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । জানা গিয়েছে, ওই মহিলা জল চেয়েছিলেন সিভিক ভলান্টিয়ারদের কাছে । অভিযোগ, তাতেই ঘুমের ওষুধ মেশানোর পর বধূকে 'ধর্ষণ' করেন তাঁরা । ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ । বীরভূমের লাভপুরের ঘটনা ।
জানা গিয়েছে, সম্প্রতি লাভপুরের ফুল্লরা মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন ওই গৃহবধূ । সেই সময় তিনি ফুল্লরা মন্দিরে কর্তব্যরত ওই সিভিক ভলান্টিয়ারদের কাছে পানীয় জল চান। অভিযোগ, পানীয় জলে ঘুমের ওষুধ মিশিয়ে দেন তাঁরা । স্বাভাবিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন ওই গৃহবধূ । অভিযোগ সেইসময় দুই সিভিক তাঁকে পাশের একটি গেস্ট হাউসে নিয়ে যায় । সেখানে গিয়েই বধূকে তাঁরা ধর্ষণ করেন বলে অভিযোগ ।
সম্প্রতি, বিষয়টি তাঁর স্বামীকে জানান ওই গৃহবধূ । এরপর, দুই সিভিকের বিরুদ্ধে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী । ওইদিনই দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ । তাঁদের তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।