ডাইনি অপবাদ দিয়ে এক মহিলার উপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। মলমুত্র খাওয়ানোর পাশাপাশি ওই মহিলার ছেলের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনাটি অন্ডালের ফরিদপুর থানার ইছাপুর এলাকার। নির্যাতনের পর গুরুতর অসুস্থ হয়ে যান ওই মহিলা। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন আউসগ্রামের আদিবাসী ভারত জাকাত মাঝি পরগনার সদস্যরা।
জানা গিয়েছে, ইছাপুর এলাকার এক গুনিন ওই মহিলার উপর তুকতাক করার অভিযোগ আনেন। এরপরেই ওই গ্রামের একজনের মৃত্যু হয়। অভিযোগ ওই ঘটনার পর মহিলার উপর চড়াও হয় গ্রামবাসীদের একাংশ। ওই মহিলার উপর ব্যাপক অত্যাচার চালানো হয়। মাথা ন্যাড়া করে নগ্ন করে ছ্যাঁকা দেওয়া হয়। এমনকি গায়ে বিষাক্ত কাঁটা ফুটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পুরো ঘটনাটি ঘটেছে ৭ জুলাই।
অত্যাচারের জেরে অজ্ঞান হয়ে যান ওই মহিলা। তারপর তাঁকে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বর্তমানে সুস্থ হলেও আতঙ্কে বাড়ি ফেরেননি তিনি। পুরো ঘটনা জানিয়ে দুর্গাপুর-ফরিদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।