জামাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affairs) রাখার অভিযোগ। বাঁশ দিয়ে শাশুড়িকে পিটিয়ে মারল স্থানীয় বাসিন্দারা। গণপিটুনিতে গুরুতর জখম জামাইও। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি জামাইও। ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। বাকিরা পলাতক।
পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম নুরসেফা বিবি। তাঁর জামাইয়ের নাম মফিজুল মণ্ডল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, জামাইয়ের সঙ্গে শাশুড়ির বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সোমবার রাতে তাঁদের একটি ঘরে দেখতে পায়। তার পরই বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হন নুরসেফা ও মফিজুলের আত্মীয়রা।
আরও পড়ুন: মালদহের পর মুর্শিদাবাদ, ফের বোমা বাঁধতে গিয়ে মৃত ১
পুলিশ জানিয়েছে, বেধড়ক মারে ঘটনাস্থলের মৃত্যু হয় নুরসেফার। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় মফিজুলকে।