ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার । বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। তিনি নদিয়ার রানাঘাটের বাসিন্দা। নাম উমা সরকার।
জানা গিয়েছে, জ্বর নিয়ে প্রথমে রানাঘাটের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৫ বছর বয়সী উমা সরকার। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও দীর্ঘদিন চিকিৎসা করেও সুস্থ করা যায়নি তাঁকে। তারপর সেখান থেকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আই সি ইউতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেছেন উমা সরকার।
পাশাপাশি নদিয়ার ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ এবং বাঙুর অ্য়াভিনিউয়ের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তাঁরা কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের ডেথ সার্টিফিকেটেও ডেঙ্গির বিষয়টি উল্লেখ রয়েছে।
সোমবারই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি উল্লেখ করা হয়েছে। নাম পল্লবী দে। পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি ছিল সে। শনিবার তার মৃত্যু হয়েছে বলে খবর।
Read More- কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর, প্লেটলেট নেমেছিল ৯ হাজারে
এদিকে রাজ্য সরকারের তরফে ডেঙ্গির গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রোগীর শরীরে প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে গেলে প্লেটলেট দিতে হবে। এবং যাঁদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে তাঁদের ক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই।