আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতায়। মৃতের নাম সুস্মিতা দত্ত। বেহালার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর মৃত্যুর সংশাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর সেখান থেকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। কিন্তু শুক্রবার মৃত্যু হয় তাঁর।
এর আগেও লেকটাউন ও উত্তর ২৪ পরগনার একাধিক বাসিন্দার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বর্ষার পর বিভিন্ন এলাকায় জমা জলে ডেঙ্গি মশা বৃদ্ধি পাওয়ায় সমস্যা তৈরি হয়। সরকারের তরফে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেঙ্গি মশা নিধনেও সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে অনেকের।