ট্রেন ছুটছিল দুরন্ত গতিতে, এমন সময় প্রসববেদনা উঠল মহিলার। খবর ছড়াতেই শোরগোল পড়ে যায় ট্রেনে। ছুটে এলেন চিকিৎসক, নার্সরা। শেষে নির্বিঘ্নে ট্রেনের মধ্যেই হল সন্তান প্রসব। পুত্র সন্তানের জন্ম দিলেন এক পরিযায়ী শ্রমিক।
১২৫০৭ আপ তিরুবনন্তপুরম-শিলচর আরোনাই এক্সপ্রেসের ঘটনা। যাত্রীর প্রসব যন্ত্রণা ওঠার খবর পেয়ে তৎপর হয় রেল। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থামানো হয় ট্রেনটিকে (Train)। স্টেশনের দায়িত্ব থাকা চিকিৎসা ও নার্সরা দ্রুততার সঙ্গে হাজির হন ট্রেনের এস-১২ কামরায়। সেখানেই সন্তানের জন্ম দেন টেরেসা হাঁসদা।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'
ওই মহিলার বাড়ি উত্তর দিনাজপুরের কানাইয়াবাড়ির মারিয়া গ্রামে। কেরলে স্বামীর সঙ্গে কাজে গিয়েছিলেন তিনি। তাঁর আরও এক পুত্র সন্তান রয়েছে।