বাড়ির পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল মালকিনের। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের একটি আবাসনে। আট তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতের নাম অঞ্জনা দাস। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
জানা গিয়েছে, টালিগঞ্জের লেক অ্য়াভিনিউ এলাকায় একটি আবাসনে মায়ের সঙ্গে থাকতেন অঞ্জনা। তিনি বেড়াল পুষতেন বলেও জানা গিয়েছে। সোমবার সকালে দেখেন তাঁর একটি বেড়াল আবাসনের কার্নিসে রয়েছে ছাদ থেকে কার্নিসে নেমে বেড়াল উদ্ধার করতে গিয়েছিলেন তিনি। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে আটতলা থেকে পড়ে যান।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত অঞ্জনাকে উদ্ধার করে স্থানীয় বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।