কাঁথিতে ভরদুপুরে রাস্তায় স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির গার্লস হাই স্কুলের সামনে। হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ অভিযুক্ত বাপ্পাদিত্য রায়কে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম বর্ণালী রায়। বয়স ৩৭। শুক্রবার সন্তানকে স্কুলে দিয়ে বাইরে অভিভাবকদের সঙ্গে বসেছিলেন তিনি। সেখানে আসেন তাঁর স্বাপী বাপ্পাদিত্য রায়। জানা গিয়েছে, তিনি পেশায় পুলিশকর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের মধ্যে কথা কাটাকাটি চলে। সেই সময় পকেট থেকে চাকু বের করে একাধিকবার কোপ দেয় বাপ্পাদিত্য। সামনেই এসডিপিও অফিস। সেখান থেকে পুলিশকর্মীরা আসেন। বাপ্পাদিত্যকে ধরে ফেলেন তাঁরা। কাঁথির দারুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে খবর, বাপ্পাদিত্য ও বর্ণালির মধ্যে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। একসঙ্গে থাকতেন না তাঁরা। মেয়েকে নিয়ে আলাদা থাকতেন বর্ণালি। নতুন কোনও গণ্ডগোল হয়েছিল কিনা ওই দম্পতির, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।