সমকামী প্রেমে মত ছিলনা যুগলের পরিবারের, তাই অন্ধ্রপ্রদেশে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু, যুগলের একজন নাবালিকা, অভিভাবকের দাবিতে সেই কিশোরী এবং তাঁর সঙ্গীকে বাড়ি ফেরাল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়। সমাজমাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় কালনার ওমরপুর এলাকার এক তরুণীর। বন্ধুত্ব গড়িয়ে প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। পরিবার এই সম্পর্ক মানবে না বুঝে অন্ধ্রপ্রদেশে পাড়ি দিয়েছিলেন ৩ মাস আগে।
Param-Piya Reception: 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', সইসাবুদ সেরে সন্ধেয় বন্ধুর বাড়িতে পরম-পিয়া
মেয়েদের খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অবশেষে অন্ধ্রপ্রদেশ থেকে যুগলকে উদ্ধার করে বাড়িতে ফেরাল পুলিশ।