ছিনতাইয়ে বাধা দেওয়ায় মহিলাকে খুনের অভিযোগে চাঞ্চল্য বাগনানে(Bagnan Murder News)। ঝাড়খন্ডের ওই মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ। বুধবার ভোর ৬টা নাগাদ বাগনানের মহিষরেখা ব্রিজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রিয়া কুমারী। খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় ওই মহিলাকে।
জানা গিয়েছে, গাড়িতে রাঁচি থেকে কলকাতা যাচ্ছিলেন ওই মহিলা(Woman Murdered in Bagnan)। চালকের আসনে ছিলেন স্বামী প্রকাশ কুমার। মহিলার কোলেই ছিল তাঁদের আড়াই বছরের শিশুকন্যা। একটানা গাড়ি চালিয়ে ক্লান্ত প্রকাশ মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করাতেই ঘিরে ধরে তিন সশস্ত্র দুষ্কৃতী(Shootout in Bagnan)। তাঁদের থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। ছিনতাইয়ে বাধা দেন প্রকাশ, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন রিয়াও। সেই সময় ওই মহিলাকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের তলায় গুলি লাগতেই লুটিয়ে পড়েন তিনি। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের।
আরও পড়ুন- Chanchal Chowdhury Father Dies: অভিনেতা চঞ্চল চৌধুরীর পিতৃবিয়োগ, গ্রামের বাড়ি পাবনায় হবে শেষকৃত্য
ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ(Rajapur Police Station)। তাঁদের তৎপরতায় উলুবেড়িয়া হাসপাতালে(Uluberia Hospital) নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। কিন্তু চিকিৎসকরা রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে শুরু করেছে রাজাপুর থানার পুলিশ।