বীরভূমের (Birbhum) পাথর খাদান থেকে উদ্ধার এক তরুণীর অচৈতন্য দেহ। মঙ্গলবার ওই তরুণীকে উদ্ধার করে তরুণীকে রামপুরহাট (Rampurhat) মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ঝাড়খণ্ড (Jharkhand) সীমানাবর্তী ঠাকুরপুরা এলাকায়। উদ্ধার হওয়া ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে বছর কুড়ির ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। তাঁর পাশে পড়ে ছিল একটি স্কুল বা কলেজ যাওয়ার ব্যাগ। তরুণীকে দেখতে পান খাদানেরই সোলেমান মারান্ডি নামে এক শ্রমিক। অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে পাঠানো হয়। ওই শ্রমিক জানিয়েছেন, মোটরসাইকেল এবং চাপ চাপ রক্তের দাগ ছিল।
আরও পড়ুন- মালদহে আক্রান্ত বন্দে ভারত, এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর, শাস্তি দাবি তৃণমূলের
হাসপাতাল সূত্রের খবর, মেয়েটির একটি হাত ভেঙে গিয়েছে। কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।