ট্রেনের বাতানুকূল কামড়া। অথচ তিল ধারণের জায়গা নেই। অধিকাংশ যাত্রীই বিনা টিকিটে উঠে পড়েছেন। সফরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভিড়ে ঠাসা কামড়ার ভিডিয়ো টুইট করে ভারতীয় রেলকে ট্যাগ করলেন এক মহিলা যাত্রী।
মহানন্দা এক্সপ্রেসের ঘটনা। স্বাতী রাজ নামের এক যাত্রী সেই ভিড়ে ঠাসা কামড়ার ভিডিয়ো টুইট করে ট্যাগ করেন ভারতীয় রেল কর্তৃপক্ষকে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ট্যাগ করেন তিনি।
মহিলা যাত্রী তাঁর টুইটে উল্লেখ করেন, বাড়তি টাকা দিয়ে তবেই এই প্রথম শ্রেণীর এসি কামড়ায় টিকিট কেটেও নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তিনি। রেলের পক্ষ থেকে ট্রেনের নম্বর এবং মহিলার ফোন নম্বর জানতে চাওয়া হয়, সঙ্গে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তার ব্যাপারেও।
ইতিমধ্যে সেই বিনাটিকিটে রেলসফরের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।