বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক যুবতিকে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ওই যুবতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে অভিযোগকারী যুবতিকে চৈতন্য কমার্স কলেজের কাছ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
ওই যুবতি জানিয়েছেন, পরিচিত এক যুবকের কাছ থেকে টাকা ধার চেয়েছিলেন। সেইমতো রবিবার বিকেলে টাকা আনতে গিয়েছিলেন। এরপর যুবতিকে সঙ্গে নিয়ে পরিচিত এক বন্ধুর বাড়িতে যান ওই যুবক। অভিযোগ, সেখানেই চারজন মিলে তাঁকে ধর্ষণ করে।
অভিযোগকারী যুবতিকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়।