চা পাতা তোলার সময় চিতার আক্রমণে আহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে ডুয়ারর্সের আমবাড়ি চা-বাগান এলাকায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। আহত ওই মহিলার নাম সীতা সাউ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আমবাড়ি চা বাগানে চা-পাতা তোলার কাজ করছিলেন সীতা সাউ। সেসময় একটি চিতা আচমকা তাঁর উপর আক্রমণ করে। স্থানীয়রা জানিয়েছেন, বাগানের মধ্যেই লুকিয়ে ছিল চিতাটি। সেসময়ই আক্রমণ চালায়।
সেসময় আরও কয়েকজন শ্রমিক ছিলেন সেখানে। তাঁরা চিৎকার শুরু করলে সেখান থেকে পালিয়ে যায় চিতাটি। গুরুতর আহত অবস্থায় সীতা সাউকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।