দক্ষিণ দমদমে ডেঙ্গি বিভীষিকা। মৃত্যু দক্ষিণ দমদমের এখ বাসিন্দা রুনা বসাকের। জানা গিয়েছে, দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জন।
জানা গিয়েছে, মৃতা রুনা দেবীর বয়স ৫৩। তিনি দক্ষিণ দমদমের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। ১৪ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২১ সেপ্টেম্বর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ আছে। গত কয়েকদিন দক্ষিণ দমদমে পরপর ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। মৃত্যু হয়েছে চার জনের।
একাধিক জেলায় ডেঙ্গির হটস্পট তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম তাঁর মধ্যে অন্যতম। পুরসভা ডেঙ্গি মোকাবিলায় তড়া ব্যবস্থা নিচ্ছে। কলকাতা পুরসভাও একাধিক পদক্ষেপ নিয়েছে।