কুড়ি বছর বাদে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (Ins Vs Aus)। দেশ জুড়ে উত্তেজনার পারদ। বহরমপুর থেকে বেহালা সব জায়গাতেই একই ছবি।
রবিবার সকাল থেকেই উন্মাদনার ছবি দেখা গেল হাওড়ার পঞ্চাননতলায় বঙ্কিম পার্ক এলাকায়। বিশ্বকাপের ১১ জন খেলোয়াড়ের ছবি টাঙানো হয়েছে। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে দেশের পতাকা দিয়ে।
২০০৩ সালে ভারতের হেরে যাওয়ার প্রতিশোধ নিতে রোহিতদের পাশাপাশি তৈরি বহরমপুরে খাগড়ার মধু বর্ষণ ক্লাবের সদস্যরাও। রাস্তার ধারে লাগানো হয়েছে ৩০০ ফুটের লম্বা জাতীয় পতাকা। ব্যবস্থা করা হয়েছে জায়েন্ট স্ক্রিনের।
আরও পড়ুন - মোতেরায় কি পুনর্জন্ম হবে নতুন ধোনির! প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ হিটম্যানের কাঁধেই
বেহালাতেও দেখা গিয়েছে এক ছবি। ইন্ডিয়ার জার্সি গায়ে গলিয়ে নিয়েছে এলাকাবাসী। আনা হয়েছে বিশ্বকাপের রেপ্লিকা। এখন শুধু রোহিতদের কাপ ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
দণ্ডি কাটলে সব মনের আশা পূর্ণ হয় বলেই শুনেছেন পুরুলিয়ার এক ক্রিকেটপ্রেমী। সেই কারণেই টিম ইন্ডিয়া যাতে ফাইনাল জিততে পারে পুরুলিয়া শহরের সাহেব বাঁধ থেকে প্রায় দুই কিলোমিটার দণ্ডি কাটলেন এক ভক্ত।