উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় থাকা অধিকাংশ পড়ুয়াই চান ভবিষ্যতে ডাক্তার অথবা ইঞ্জিনিয়র হতে। সেখান থেকে ঋষিতার স্বপ্ন একটু আলাদা। ইউপিএসসি পরীক্ষায় বসে আইএফএস হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ঋষিতা সিংহ মহাপাত্র।
পঞ্চম স্থানাধিকারী হৃষিতা বোলপুরের নব নালন্দার ছাত্রী। ৫০০ তে পেয়েছেন ৪৯২। দিনরাত এক করে পড়াশোনা করেননি তিনি, দিনে আট থেকে ১০ ঘণ্টা পড়েছেন।
উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম 10 জনের মধ্যে রয়েছে 87 জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন দুপুর সাড়ে বারোটা থেকে। স্কুলে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে ৩১ মে, ২০২৩ থেকে।
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ ৫২ হাজার, যা মাধ্যমিক পরীক্ষার্থীর তুলনায় প্রায় আড়াই লক্ষ বেশি।