হাওড়া স্টেশনে (Howrah Station) দেখা নেই হলুদ ট্যাক্সির (Taxi)। অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুকিংয়ে অসুবিধার ছবি ধরা পড়ল রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশনে।
এমনকি 'যাত্রী সাথী' (Yatri Sathi) অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করলেও ট্যাক্সি পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। যার জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা।
সম্প্রতি যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে এবার হলুদ ট্যাক্সি বুক করতে হবে এই অ্যাপের মাধ্যমে। এমনকি যে কোনও পথচলতি হলুদ ট্যাক্সির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তবে, এদিন দেখা গেল সুবিধার থেকে সমস্যাই বেশি হচ্ছে যাত্রীদের।
আরও পড়ুন - বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেন বিভ্রাট, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের