করমণ্ডল এক্সপ্রেস (Coromondel Express Accident) দুর্ঘটনায় লাইনচ্যুত আরও একটি ট্রেন । রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধেবেলা মালগাড়িতে ধাক্কার পর বেলাইন হয়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা পাশের লাইনে পড়ে । সেইসময় ওই লাইন দিয়ে আসছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস । করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হয়ে যাওয়া কামড়াগুলিরকে ধাক্কা মারে ওই ট্রেন । যার জেরে যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩-৪টি কামরা বেলাইন হয়ে যায় ।
রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, "শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়ে পড়ে । দুর্ঘটনার জেরে করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরাগুলি ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছুক্ষণ পর হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস আসছিল উল্টো দিকের লাইন দিয়ে । সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়ে চলে যায় । বেলাইন হয়ে যায় যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি কামরা । "