শুক্রবার বিশ্ব জুড়ে পালিত হচ্ছে যোগা দিবস (World Yoga Day) | এবারের থিম 'সমাজের জন্য যোগ'। কাশ্মীর থেকে কন্যাকুমারী সকাল থেকেই, দেশের নানা প্রান্তে মহা সমারোহে যোগাসনের গুরুত্ব, সুবিধা, সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে | এই বিশাল রাজসূয় যজ্ঞতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা| এবছর 180 টি দেশে পালিত হচ্ছে যোগাসন|
শুভেন্দু অধিকারী :
দিঘায় যোগ দিবস পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| সৈকত সুন্দরী নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে যোগ দিয়েছিলেন শুভেন্দু| তাঁর টিশার্টের পিছনে মোদীর ছবি | সেনাকর্মীদের সঙ্গে একযোগে বসে, প্রাণায়াম করেন শুভেন্দু| কপালভাতি, অনুলোম-বিলোম থেকে শুরু করে ফ্রি হ্যান্ড সবই করেন শুভেন্দু| শুভেন্দু জানান, যোগাসনের ফলে শরীরের বিকাশ মনের গঠন ভাল হয় |
সুকান্ত মজুমদার:
মালদার একটি যোগাসনের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার | কপালভাতি থেকে নানারকমের আসন, মন্ত্রচ্চারণ, ধ্যান করতে দেখা যায় তাঁকে|
আন্তর্জাতিক যোগ দিবসে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে যোগাসন অনুষ্ঠানে যোগ দেন | এমনিতেও তিনি, বেজায় স্বাস্থ্য সচেতন | প্রতিদিন সকালেই তিনি ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান তিনি |
রাজভবনে যোগ দিবসে অংশ নেন রাজ্যপাল | রাজ্যপাল সিভি আনন্দ বোস সাদা পোশাকে এমন সকালে যোগাসন করেন| সকলে যোগাভ্যাসের জন্য উৎসাহিতও করেন |
নরেন্দ্র মোদী:
শুক্রবার বিশ্ব যোগ দিবসে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেখানে বেশ কিছুক্ষণ যোগ করেন তিনি। এরসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্যও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
যোগ দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "শরীর ও সমাজের জন্য যোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগ যখন শরীরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে যায় তখন তা সহযাত ক্রিয়া তৈরি করে। এবং সবসময় তার সুফল পাওয়া যায়।"