দীর্ঘদিন প্রেম করার পরেও বিয়ে করতে রাজি হননি প্রেমিক। এই অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করে আত্মহত্যা করলেন এক যুবতি। তাঁর নাম মিমি রায়। ঘটনাটি মালদার মানিকচক থানার নাজিরপুর এলাকায়। যুবতির মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
মিমি রায়ের সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল সেখানকারই বাসিন্দা মানব সরকারের। সোশাল মিডিয়ায় মিমি অভিযোগ করেন, সম্প্রতি মানব অন্য এক যুবতির সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। তাঁদের মধ্যে বিয়েও ঠিক হয়েছিল। পুরো বিষয়টি জানতে পেরে সোমবার মানবের বাড়ি গিয়েছিলেন মিমি। সেখান থেকে ফিরে এসেই আত্মহত্যা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ভালো করে ঘুমোননি মিমি। ভোরের দিকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর বাড়ির কাছ থেকে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মিমিকে।