গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুরঘটনায় ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৪০। এরই মধ্যে ছিলেন বাংলার এক যুবক। পূর্বস্থলী দু নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকায় দুর্ঘটনার খবর পৌঁছয় রবিবার রাতেই। মৃত যুবকের নাম হাবিবুল শেখ।
মাত্র দশ মাস আগে কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন হাবিবুল। সোনার উপর নকসা কাটার কাজ করতে এক কাকার কাছে গিয়ে থাকতেন। রবিবার বিকেলে ওই ব্রিজের উপর বেড়াতে গিয়েছিলেন হাবিবুল। তখনই ঘটে বিপত্তি। দুর্ঘটনার বেশ খানিকক্ষণ পর দেহ উদ্ধার হয় হাবিবুলের। সেই খবর পাওয়ার পর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া।
গুজরাতের মোরবি নদীর সেতু দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪০ জন ছাড়িয়ে গিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ, এই সেতু জনসাধারণের জন্য চালু করার আগে প্রশাসনের থেকে সবুজ সংকেত নেওয়া হয়নি। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেটও ছিল না বলে অভিযোগ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিছুদিন আগেই মোরবি নদীর উপর ঝুলন্ত সেতু সংস্কার হয়েছিল। মাত্র ৬ দিন আগে এই সেতু খুলে দেওয়া হয়। রবিবার সন্ধ্যায় প্রায় ৫০০ মানুষ এই সেতুতে উঠে পড়ে বলে দাবি স্থানীয়দের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যায়, ওই সেতুর উপর অনেকেই ছোটাছুটি, লাফালাফি করছেন। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।