অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়ে প্রেমিক, প্রেমিকার মধ্যে অশান্তি চরমে ওঠে। এরপর আত্মঘাতী হন ওই কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন মৃতার পরিবার, তার ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
Kolkata Police: সংশোধনাগারের বন্দিদের পাতেও নিয়মিত পড়বে মাছ-ভাত, নয়া উদ্যোগ লালবাজারের
পায়েল সরকার নাম বছর ১৮ এর ওই যুবতী স্বরূপনগর থানার বাঁকড়া-গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ছোট বাঁকড়া গ্রামের বাসিন্দা। সে বাংলা বিভাগের প্রথমবর্ষের ছাত্রী। জানা গিয়েছে, কিছুদিন আগেই প্রাইভেট টিউটর অনুপ রায়ের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়ে। প্রেম হয় , ঘনিষ্ঠতাও বাড়ে। বেশ কয়েকবার সহবাসও করেন তাঁরা। সেদিন মনোমালিন্য হওয়ার পরেই ওই ছাত্রী আত্মহত্যা করেন বলে অভিযোগ।