প্রেমিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। গ্রেফতার প্রেমিক-সহ আরও দুই। এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। গত শুক্রবার রাত থেকে ওই তরুণী নিখোঁজ ছিল বলে জানাতে পারে পুলিশ। রবিবার স্থানীয় এক পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই প্রেমিক-সহ আরও দু জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ধৃত ওই যুবকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকার লোকেরা। তাঁদের অভিযোগ, প্রায় প্রতিটি মহিলাকে এতদিন উক্তত্য করে বেরিয়েছে ওই যুবক ও তার বন্ধুরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, যে এলাকার পুকুর থেকে তাদের মেয়ের দেহ ভেসে ওঠে, সেটা ছিল মামারবাড়ির এলাকা।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বাড়ি নরেন্দ্রপুরে। বারুইপুরের মদনপুরে মামারবাড়িতে এসেছিল। এই এলাকার যুবকের সঙ্গে সম্প্রতি ফেসবুকে আলাপ হয়েছিল ওই মেয়েটির। শুক্রবার রাতে ফোন করে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকেই মেয়ের খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন।
পরিবারের অভিযোগ, শুধু ওই যুবক নয়, আরও কয়েক জন মিলে তরুণীকে ধর্ষণ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিক এবং আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাত ৮টা নাগাদ ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। তার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। রাত ১১টায় তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এখনও সেই ফোন খুঁজে পাওয়া যায়নি।