বিবাহিতা প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম। আর তা জানাজানি হতেই শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুরের কুলগাছি এলাকায়।
জানা গিয়েছে, দেবব্রতর বাড়ির পাশেই থাকতেন সঞ্জিৎ বিশ্বাস। বছর দু’য়েক আগেই তাঁর বিয়ে হয় পাপিয়া বিশ্বাসের সঙ্গে। ওই দম্পতির এক সন্তানও আছে। পুলিশকে দেবব্রতর প্রতিবেশীরা জানিয়েছেন, সঞ্জিতের অনুপস্থিতিতে প্রায়ই তাঁর বাড়িতে হাজির হতেন দেবব্রত। বিষয়টি প্রথমে প্রতিবেশীদের নজরে পড়ে। পরে সঞ্জিতও জানতে পারেন। সম্প্রতি তিনিই ওই যুবককে নিজের বাড়িতে স্ত্রী-র সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। গত শনিবারের এই ঘটনার কয়েক ঘণ্টা পর যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে এলাকা থেকে।
আরও পড়ুন- Bagtui Genocide Update: বগটুই কাণ্ডে ৯০ দিনে পেশ চার্জশিট, অভিযুক্ত আনারুল শেখ সহ ১৮ জনের নাম উল্লেখ
পুলিশ জানিয়েছে একটি ডুমুর গাছে ঝুলছিল দেহটি। এলাকাবাসীদের অনুমান অপমানে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। যদিও মৃত যুবকের পরিবার তাঁর ‘প্রেমিকা’ এবং প্রেমিকার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।