লক-আপে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের নবগ্রাম। ঘটনার জেরে নবগ্রাম থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। মৃত যুবকের নাম গোবিন্দ ঘোষ। পরিবারের অভিযোগ, থানায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে গোবিন্দকে।
স্থানীয় এক বাসিন্দার বাড়ি থেকে শুক্রবার ২৩ ভরি গয়না চুরি হয়। তারপরেই থানায় অভিযোগ জানায় ওই পরিবারের সদস্যরা। তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য গোবিন্দকে তুলে নিয়ে নিয়ে যায় পুলিশ। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয় গোবিন্দর পরিবারে।
এই ঘটনার জেরে শনিবার সকাল থেকেই নবগ্রাম থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ইটবৃষ্টিও করা হয়। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।
নবগ্রাম থানার ওসি অমিত ভকতের বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের আরও অভিযোগ, চক্রান্ত করেই পুরো কাজটি করেছে ওসি। এই ঘটনার পরেই শনিবারই OC-কে সাসপেন্ড করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সুরেন্দ্র সিং।