লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ভোট প্রচারে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরা। কিন্তু তৃণমূলের তারকা প্রার্থীর ইউসুফ পাঠানের নামে দেওয়াল লেখা হলেও এখনও প্রচারেই নামেননি তিনি। কবে প্রচারে নামবেন ভাদোদরার পাঠান?
জানা গিয়েছে, বৃহস্পতিবার বহরমপুরে সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতত্বে বৈঠক করবেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। ওই বৈঠকেই দলের কাজ বুঝে নিয়ে তারপরেই ভোট প্রচারে নেমে পড়বেন তিনি।
আরও পড়ুন - এখনও থমথমে দিনহাটা, নিশিথের বিরুদ্ধে এফআইআর, রিপোর্ট তলব রাজ্যপালের
অধীরগড় বহরমপুর থেকে ইউসুফকে প্রার্থী করেছে তৃণমূল। পাঁচবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার অধীরকে হারাতে ঘাসফুলের ভরসা ইউসুফ।