কলকাতা পৌঁছলেন ভারতীয় দলের ক্রিকেটার এবং বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। বুধবার সন্ধে নাগাদ পৌঁছন তিনি। জানিয়ে দেন আজই বৈঠক করবেন তিনি।
তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার দিনেই প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানিয়ে দেওয়া হয় বহরমপুর থেকে প্রার্থী হবেন ইউসুফ। যদিও ওইদিন রাতেই কলকাতা ছাড়েন তিনি। এরপর বুধবার তিনি নির্বাচনের প্রচারে ফিরে আসেন রাজ্যে।
কী বললেন ইউসুফ?
তিনি বলেন, "কলকাতায় এসে ভালো লাগছে। আজ মিটিং করব।" পাশাপাশি অধীর চৌরুরি প্রসঙ্গে বলেন, "সময়ে সব কথা বলব।"