নির্বাচনী প্রচারে গিয়ে বহরমপুরের বাসিন্দাদের জন্য বড়সড় প্রতিশ্রুতি দিলেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। জানিয়ে দিলেন ভোটের আগেই স্টার ক্রিকেটারদের নিয়ে যাবেন বহরমপুরে। যদিও কংগ্রেসের কটাক্ষ, পুরোটাই মিথ্যা। কোনও প্রতিশ্রুতি পালন করবেন না তৃণমূল প্রার্থী।
কী প্রতিশ্রুতি দিয়েছেন পাঠান?
সোমবার বহরমপুরে দোল উৎসবে হাজির ছিলেন ইউসুফ পাঠান। তাঁর কেন্দ্রের ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। সেসময় তিনি জানান, বর্তমানে সব ক্রিকেটাররা IPL এ ব্যস্ত। সেকারণে IPL মিটলেই তাঁর ভাই ইরফান পাঠান সহ একাধিক স্টার ক্রিকেটারদের তাঁর লোকসভা কেন্দ্রে নিয়ে যাবেন। কারণ হিসেবে তিনি জানান, সাধারণ ভোটাররা যাতে পরিচত ক্রিকেটারদের দেখতে পান সেকারণেই তিনি এই উদ্যোগ নেবেন।
এবিষয়ে কংগ্রেসের তরফে পুরো বিষয়টিকে কটাক্ষ করা হয়েছে। আনন্দবাজার অনলাইনকে এবিষয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ জানিয়েছেন, রাজনীতি কোনও খেলার মঞ্চ নয়। রাজনীতর মঞ্চে ক্রিকেটারদের নিয়ে গিয়ে ভোটারদের গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে।