নতুন করে দেশে মাথাচাড়া দিয়েছে করোনার নতুন প্রতিরূপ JN.1, দক্ষিণের একাধিক রাজ্যে এই ভাইরাস ছড়াতে শুরু করেছে। ইতিমধ্যেই সামনে আসছে মৃত্যুর খবরও। স্বভাবতই আতঙ্কে খোঁজাখুঁজি শুরু হয়েছিল বাংলাতেও। কিন্তু স্বস্তি একটাই। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত জেএন.১ মুক্ত বাংলা। অর্থাৎ নতুন করে কোভিড আক্রান্তদের শরীরে এই ভাইরাসের নজির নেই।
BJP Election core team: নির্বাচনী প্রচার কৌশল তৈরি করতে বিশেষ কমিটি গড়লেন অমিত শাহ, টিমে জায়গা কাদের?
জানা গিয়েছে, স্বাস্থ্যভবনের তরফে ৩০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিকসে। ৩০ টির মধ্যে ২৩টি নমুনা ছিল সেপ্টেম্বর মাসের ,যার একটিতেও নজির নেই JN.1 এর।