বীরভূমে গিয়ে কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy) দাবি করলেন, ভারতীয় জনতা পার্টি (BJP) মানেই তৃণমূল কংগ্রেস (TMC)!
রাজ্য রাজনীতির 'চাণক্য' হিসাবে পরিচিত মুকুলের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুকুলবাবু মানসিক ভারসাম্য হারিয়েছেন। তিনি দলের কোনও পদে নেই। ফলে তাঁর বক্তব্যের কোনও গুরুত্ব নেই।
Kmc Oath : পুরসভায় কাউন্সিলর পদে শপথ ফিরহাদদের, অনুপস্থিত চার বিরোধী
মুকুলের পাশেই ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mandal)। তাঁর সামনেই মুকুল বলেন, পুরসভা নির্বাচনে বিপুল সাফল্য পাবে ভারতীয় জনতা পার্টি। এরপর তাঁকে সংশোধন করে দেওয়া হয়। বলা হয়, 'বিজেপি নয়, তৃণমূল হবে'। মুকুল অবশ্য নির্বিকার। তিনি সহাস্যে বলেন, 'ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল কংগ্রেস!'