থানার ওসির সামনে টেবিলের উপরে পা তুলে দাঁড়াবেন তিনি। দেখিয়ে দেবেন তিনি কী 'জিনিস'! মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবির এমনই হুমকি দিলেন। সেই হুমকির ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
আবারও নতুন বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। সরাসরি পুলিশকে হুমকি দিলেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূলের এক অনুষ্ঠানে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবিরের হুঁশিয়ারি, “টেবিলের উপর পা দিয়ে দাঁড়িয়ে যাবো ওই থানার কর্তব্যরত পুলিশের ওসির টেবিলে। তখন বুঝবে হুমায়ুন কবির কী জিনিস।” এছাড়াও ওসিকে বদলির হুমকিও দেন তিনি।
তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায়, “আজ ওসিকে বলে যাব, আমি বিধায়ক। আমি এখানে শেষ কথা বলব। যতক্ষণ না রাজ্য নেতৃত্ব যে কোনও ক্ষেত্রে আমাকে আলাদা করে ইনস্ট্রাকশন (নির্দেশ) না দেবে, ততক্ষণ পর্যন্ত যে সমস্ত লোক দলবিরোধী কাজ করেছে, যারা দলের প্রার্থীকে হারানোর চেষ্টা করতে যায়, তার জন্য কেন আমি আপস করতে যাব! তার জন্য ওসিকে বলেছি তোমাকে দালালি বন্ধ করতে বলছি…”
Rahul Gandhi: মোদী তাঁদের কথা শুনেছেন, দাবি রাহুল গান্ধী ও মহুয়া মৈত্রর
হুমায়ুনের দাবি, দলের গোষ্ঠীকোন্দলের মধ্যে বিরোধী পক্ষের সঙ্গে রয়েছে পুলিশ। তাই তাঁর এহেন উবাচ। ভরতপুরের বিধায়কের কথায়, “পুলিশ যদি পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে আমাকে তার জবাব দিতে হবে।”