যত সময় গড়াচ্ছে, ততই ৪ কেন্দ্রে উপনির্বাচনের চিত্রটা পরিষ্কার হচ্ছে। ইতিমধ্যেই দিনহাটা এবং গোসাবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন। অন্যদিকে খড়দহ এবং শান্তিপুরে কিছুটা কম ব্যবধানে হলেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা।
দ্বিতীয় স্থানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি এবং বামপ্রার্থীদের মধ্যে। ইতিমধ্যেই খড়দহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাস। গোসাবা, দিনহাটায় দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
দিনহাটা এবং শান্তিপুরে নিজেদের জেতা কেন্দ্রে এই উপনির্বাচনে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। ফলে এই পরিসংখ্যান যথেষ্টই চিন্তায় রাখছে বিজেপি শিবিরকে।