গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটা বিধানসভা (By-Election) কেন্দ্রে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে। মঙ্গলবার এই চার কেন্দ্রে গণনা। এর মধ্যে নিঃসন্দেহে পাখির চোখ খড়দহ। কারণ এখানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন। যিনি ভবানীপুরে একুশের ভোটে জয়ী হলেও পরে ইস্তফা দেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে লড়বেন বলে তাঁকে সেই আসন ছেড়ে দিতে হয়।
অন্যদিকে এই খড়দহ উপনির্বাচন ফলাফলের দিক দিয়েও চমকে দিয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনে প্রায় গোটা রাজ্যেই বিজেপি ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু উপনির্বাচনে খড়দহে এবার তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাস। প্রাক্তন ছাত্রনেতা তরুণ এই বামপ্রার্থীর কাঁধে ভর করেই দ্বিতীয় স্থান ধরে রেখেছে বামফ্রন্ট।