শান্তিপুর উপ-নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। ১৭ রাউন্ড গণনা শেষে ৬৪, ৬৭৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি। সকাল থেকেই গণনাকেন্দ্র রাণাঘাট কলেজের সামনে জড়ো হয়েছিলেন বিভিন্ন দলের কর্মী সমর্থকরা। যদিও গণনা বেশ কিছুটা দেরিতে শুরু হওয়ায় তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী কিছুটা উষ্মাপ্রকাশ করেন। তবে বেলা একটু বাড়তেই পরিষ্কার হয়ে যায় ভোটচিত্র।
প্রথম রাউণ্ড থেকেই এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। প্রতি রাউণ্ডে তিনি ব্যবধান বাড়াতে থাকেন প্রায় ৩০০০ ভোট করে। শেষপর্যন্ত ফলাফল হাতে আসতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা।
চার উপ-নির্বাচনেই সবুজ ঝড়। তাতে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধী শিবির। বেশ কয়েকটি জায়গায় তাঁদের জমানতও বাজেয়াপ্ত হয়েছে। কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে জয়জয়কার শুরু হয় তৃণমূলের।