প্যারিস অলিম্পিক্সে এবার বেশ কিছু রদবদল করা হচ্ছে। মূলত স্পোর্টস ইভেন্টে ওই পরিবর্তন আনা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকটি নতুন খেলা যুক্ত করার পাশাপাশি কিছু বন্ধ হয়ে যাওয়া ইভেন্টকেও ফিরিয়ে আনা হচ্ছে। সব মিলিয়ে চলতি বছরে ৩২ রকমের খেলার আয়োজন করা হয়েছে।
কোন কোন দুটি খেলা যুক্ত করা হয়েছে?
ব্রেকিং- প্যারিস অলিম্পিক্সে এই ইভেন্টটি যুক্ত করা হয়েছে। মূলত ব্রেক ড্যান্সেরই ক্রীড়া রূপ এই গেমটি। পুরুষ এবং মহিলা বিভাগে খেলা হবে। অলিম্পিক্সে ২০২৪ সাল থেকেই এই খেলাটি সংযুক্ত করা হলেও ২০১৮ সালের যুব অলিম্পিক্সে প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিভিন্ন দেশের পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ১৬ জন এই ইভেন্টে অংশগ্রহণ করবেন।
কায়াক ক্রস- এটি একটি জলের খেলা। একসঙ্গে একই ব়্যাম্পে চারজন খেলবেন। ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইটালি, ফ্রান্স, চিন এবং আমেরিকার মতো দেশগুলি এই ইভেন্টে অংশগ্রহণ করবে।
এই দুটি নতুন গেম ছাড়াও সার্ফিং, স্কেটবোর্ডিং, স্পোর্টস ক্লাইম্বিং এবং থ্রি এক্স থ্রি বাস্কেটবল, এই চারটি ইভেন্ট ফের অলিম্পিক্সে যুক্ত হচ্ছে। আগে এই গেমগুলি অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে সেগুলি বাদ দেওয়া হয়েছিল।