চলছে ফুটবল ম্যাচ । মাঠে হাড্ডাহাড্ডি লড়াই দুই প্রতিপক্ষের মধ্যে । সমর্থকদের উল্লাস ও চিৎকারে ফেটে পড়ছে স্টেডিয়াম । সেইসময় হঠাৎ আলোর ঝলকানি ও বিকট শব্দ । মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ । খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইন্দোনেশিয়ার ৩৫ বছর বয়সি ফুটবলার সেপ্টিয়ান রাহারজার । মুহূর্তে ভাইরাল সেই ভিডিও । যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা ।
জানা গিয়েছে, ম্যাচ চলছিল এফসি বানডাং এবং এফবিআই সুবাংয়ের মধ্যে । ভাইরাল ভিডিওতে দেখা গেল, মাঠে ছিলেন সেপ্টিয়ান । সরাসরি তাঁর উপরই বাজ পড়ে । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেপ্টিয়ান । তখনও প্রাণ ছিল তাঁর । কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
ম্যাচ শুরুর সময় আকাশ পরিষ্কার ছিল বলে জানা গিয়েছে । ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিট পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে । প্রথম একবার বাজ পড়ে । সেইসময় কোনও ঘটনা ঘটেনি । কিন্তু, খেলাও বন্ধ হয়নি । দ্বিতীয়বার যখন বাজ পড়ে, তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।
ইন্দোনেশিয়ায় এই ধরনের ঘটনা দ্বিতীয়বার । এর আগে, ২০২৩ সালে পূর্ব জাভার বোজোনেগোরোতে একজন তরুণ ফুটবল খেলোয়াড় সোরাটিন অনুর্ধ্ব-১৩ কাপ চলাকালীন বাজ পড়ে আহত হন । পরে হৃদরোগে আক্রান্ত হয়ে বোজোনেগোরোর ইবনু সিনা হাসপাতালে মারা যান তিনি ।