বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের যন্ত্রণা ভুলতে পারেনি টিম ইন্ডিয়া । ভুলতে পারেনি দেশবাসী । তবে, টি২০-তে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগালো বলা যেতে পারে । তবে, এই সিরিজ থেকে এক নয় একাধিক প্রাপ্তি ঘটেছে টিম ইন্ডিয়ার । আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের ঝুলিতে এসেছে ৫ প্রাপ্তি, সেগুলি কী কী দেখে নেওয়া যাক...
প্রথম প্রাপ্তি সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব । প্রথমবার অধিনায়ক হয়েই দলকে ৪-১ জেতালেন সূর্যকুমার । দ্বিতীয় হল রিঙ্কু সিং-এর ব্যাটিং । রবিবারের ম্যাচ বাদ দিয়ে বাকি প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে সাফল্য পেয়েছেন রিঙ্কু । টি২০ বিশ্বকাপের আগে রিঙ্কুর এই ব্যাটিং দলকে অনেকটাই ভরসা জোগাচ্ছে । এছাড়া, আরও একটা হল রুতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং । যা ভারতকে ভরসা জোগাচ্ছে । দু'টো ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচে ওপেনিংয়ে নেমে সফল হয়েছেন ।
ভারতীয় স্পিনারদের বোলিং জাদুতে উড়ে গিয়েছেন অজিরা । রবি বিষ্ণোই থেকে অক্ষর প্যাটেল, বোলিংয়ে আগুন ঝড়িয়েছেন তাঁরা । শেষ আর একটা প্রাপ্তির কথা না বললেই নয় । তিনি হলেন মুকেশ কুমার । ভাল বল করছেন মুকেশ । মহম্মদ শামি, মহম্মদ সিরাজ কখনও বিশ্রামে থাকলে, তাহলে তাঁর বিকল্প খেলোয়াড় হিসেবে তৈরি মুকেশ ।