Paris Olympic 2024: এক হাত পকেটে! ফুরফুরে ছন্দে নিশানায় তাক! অলিম্পিকে রুপো জেতা শুটার এখন ভাইরাল

Updated : Aug 01, 2024 15:17
|
Editorji News Desk

অলিম্পিকে এখনও দু'দুটি ব্রোঞ্জ মেডেল পেয়েছে ভারত। দু'টিই শুটিং-এ। স্বাভাবতই শুটিং নিয়ে এখন ভারতবাসী বেশ ওয়াকিবহাল। এরই মধ্যে সারা বিশ্বজুড়ে শিরোনামে তুরস্কের এক শুটার। ইউসুফ ডিকেক। কী করেছেন তিনি? সোনা জিতেছেন? না। ১০ মিটার এয়ার পিস্তল শুটিং-মিক্সড বিভাগে  জিতেছেন রুপো। অথচ সব আলোচনা তাকে ঘিরেই। 

কেন? ৫১ বছরের ইউসুফ ডিকেকের ইভেন্টের একটি ছবি ভাইরাল হয়েছে। চোখে সাধারণ চশমা, স্পেশালাইস লেন্স নেই, কানে ইয়ার প্রোটেক্টার নেই। এক হাত আবার পকেটে, অন্য হাত দিয়েই নিশানায় তাক করছেন। দেখে কে বলবে তিনি প্যারিস অলিম্পিকের ইভেন্টে খেলতে নেমেছেন। পৃথিবীর সবচেয়ে বড়, নামি প্রতিযোগিতায় নামার সময়ে স্নায়ু এত ঠাণ্ডা থাকে? সত্যি? ইউসুফকে না দেখলে যে কেউ বলতেন, এমন চাপমুক্ত থাকা অসম্ভব। 

কিন্তু অলিম্পিক তো নামেই গ্রেটেস্ট শো অন আর্থ। তাই প্রতি চার বছর অন্তর অলিম্পিকে এমন অনেক ঘটনা ঘটে। আর গোটা দুনিয়া আবারও বিশ্বাস করে, অলিম্পিকের অভিধানে 'অসম্ভব' শব্দটাই নেই। 

ইউসুফকে নিয়ে ছবি-মিম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই বলছেন, মাথায় বরফের চাই নিয়ে অলিম্পিক খেলেছেন তুরস্কের এই 'হিরো'। 

প্যারিস অলিম্পিকে শুটিং সেগমেন্টে বেশ ছাপ ফেলেছে ভারত। অলিম্পিক্সে প্রথম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। মাত্র .১ স্কোরের জন্য রুপো হাতছাড়া হয় তাঁর। পরে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংহের সঙ্গে মিলে দেশকে আরও একটি ব্রোঞ্জ এনে দেন তিনি। এখনও পর্যন্ত অলিম্পিক্সে দু’টি পদক জিতেছে ভারত। দু’টিই এসেছে ২২ বছরের শুটারের হাত ধরে।

Olympic

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!