India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!

Updated : Dec 12, 2024 18:24
|
Editorji News Desk

পার্থ টেস্টের পর অ্য়াডিলেডে হার। এবার ব্রিসবেনে তৃতীয় টেস্ট। ব্যাটিং অর্ডার কী হবে! রোহিত কি ওপেনে ফিরবেন! নাকি কে এল রাহুল। এতদিন যা যা নিয়ে আলোচনা-বিতর্ক সব, ভুলে যান। এবার ব্রিসবেনে অস্ট্রেলিয়া ব্যাটারদের স্পিনেই বাজিমাত করবেন ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরা!

অ্যাডিলেডে হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কী প্রভাব পড়েছে! ব্রিসবেন টেস্টে নামার আগে দীর্ঘ সময় অনুশীলন করল টিম ইন্ডিয়া। অ্য়াডিলেডে দুটি ইনিংসেই ২০০ রানের আগে শেষ হয়ে যায় ভারত। এই নিয়ে চিন্তিত প্রাক্তন ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছিল, রোহিতকে ওপেনেই নামানো হোক। রাহুল ছয় নম্বরেই নামুক। অনুশীলনে দীর্ঘক্ষণ নেটে ব্যাট করতে দেখা যায় বিরাট কোহলিকে। আউটসাইড অফস্ট্যাম্পের বাইরের বল নিয়ে কাজ করলেন তিনি। রোহিত শর্মা দীর্ঘক্ষণ স্পিন নিয়ে কাজ করলেন। নভদীপ সাইনি, ইয়াশ দয়ালের মতো বাঁ-হাতি পেসারের বলে নেটে ব্যাট করলেন রোহিত। অফ স্ট্যাম্পের বাইরের বলের দিকে নজর দিলেন তিনিও। 
তবে কি ওপেন করবেন হিটম্যান! যদি এমন হয়, রোহিতের সঙ্গে কে এল রাহুলকে ওপেনার হিসেবে দেখা যায়। তবে ছয় নম্বরে নামতে হবে যশস্বীকে। তিন নম্বরে আছেন শুভমান গিল, চারে বিরাট কোহলি, পাঁচ নম্বরে নামবেন ঋষভ পন্থ।

গাব্বায় অনুশীলনে স্পিন করতে দেখা গেল ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকে। রবিচন্দ্রন অশ্বিন তখন নেটে বল করছিলেন। আচমকা তার হাত থেকে বল ছিনিয়ে নেন বুমরা। তখন নেটে ব্যাট করছিলেন কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল। তাঁরাও ঘাবড়ে যান। বেশ কিছু লেগ স্পিন করতে দেখা যায় তাঁকে। গাব্বার উইকেটে বল ঘুরবে কি! পিচ কিউরেটররা জানিয়ে দিয়েছেন ঘাসের উইকেট হবে। পিচের কথা ভেবে প্রথম একাদশ বদল করতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

ভারতের অনুশীলনে বিরাট কোহলি, কে এল রাহুলদের সঙ্গে দেখা যায় সরফরাজ খানকে।  এই টেস্টে হারলে বক্সিং ডে টেস্ট ও পঞ্চম টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ কম। তাই সতর্ক টিম ইন্ডিয়া। গাব্বার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না রোহিত। ২০২০-২১ সালে এই গাব্বাতেই জিতে ৩২ বছরের রেকর্ড তৈরি করেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জেতে টিম ইন্ডিয়া। ওই পরিসংখ্যানে ভর করে, এবারও এই মাঠেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চাইছে টিম ইন্ডিয়া।

TEAM INDIA

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

Gabba : এই শেষবার! ঐতিহাসিক গাব্বায় অজিদের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া