প্রায় অবসরের বয়সে এসে প্রথমবার অলিম্পিক্সে খেলবেন চিলির টেবিল টেনিস খেলোয়াড় তানিয়া জেং। তিনি আদতে চিনের খেলোয়াড়। নিজের দেশ ছেড়ে অল্পবয়সেই চিলিতে গিয়ে সেখানে টেবল টেনিস কোচের চাকরি করতে শুরু করেন। এক সময় অবসরও নেন। বিয়ের পর শুরু করেন ব্যবসা। বিবাহ সূত্রে নাম পরিবর্তন হয়ে তানিয়া হয়। তবে টেবল টেনিস থেকে দূরে থাকতে পারেননি কখনও।
কোভিড অতিমারির সময় কাটানোর উদ্দেশ্যেই আবার টেবিল টেনিস ব্যাট হাতে কোর্টে নামেন তিনি। ততদিনে বয়স ৫০ ছাড়িয়েছে। এই বয়সে সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট খেলাই একটা অ্যাডভেঞ্চার। চিলির সরকারি ফেডারেশন সাদরে আমন্ত্রণ জানাল তাঁকে। গত বছর চিলির রাজধানী সান্তিয়াগোতে আয়োজিত প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ জেতেন মহিলাদের সিঙ্গলসে। আত্মবিশ্বাস ফিরে পান ৫৭ বছরের তানিয়া।
মাতৃভূমির হয়ে অলিম্পিক খেলার স্বপ্ন ছিল জেং-এর। শেষ অবধি সেটা আর হয়নি। এখন তাঁর বয়স ৫৮। কিন্তু চিলির হয়ে অলিম্পিক খেলার স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। ৫৮ বছর বয়সে প্যারিস অলিম্পিকের অন্যতম প্রবীণতম খেলোয়াড় জেং। চিলের গেমস ভিলেজে এখন সেরা আকর্ষণ তিনি।