পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের পিছু ছাড়ছে না বিতর্ক। এবার ডুরান্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্কে জড়ালেন নয়া রাজ্যপাল লা গণেশন। বিজয়ী বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রীকে ঠেলে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বেঙ্গালুরু দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। সেইসময় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন। ট্রফি নিয়ে ছবি তোলার সময় দেখা যায় গণেশন পাশে দাঁড়ানো সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) সরিয়ে দিচ্ছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
তবে এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "আমাকে ক্ষমা করবেন, এই ট্রফি সুনীল, ওর দলের বাকি ফুটবলাররা অর্জন করেছেন। প্রচারের আলো কেড়ে নেওয়ার জন্য ভারতের অধিনায়ককে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। আপনার মতো শীর্ষ পদে থাকা একজন মানুষের এমন আচরণ মানা যায় না। মনে হয়েছে ছবি তোলার কোনও প্রতিযোগিতা চলছে। মনে হয়েছে বিয়েবাড়ির ছবি তুলতে গিয়েছেন ওঁরা।’’
আরও পড়ুন- Bajrang Punia : বিশ্ব কুস্তির মঞ্চে বজরংয়ের ব্রোঞ্জ জয়, দ্বিতীয় পদক পেল ভারত
রবিবার ডুরান্ড কাপ জিতে বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে সুনীল ট্রফি নিতে যান। তাঁর হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর ঠিক বাঁ দিকেই দাঁড়িয়েছিলেন রাজ্যপাল। তাঁর বাঁ দিকে ছিলেন সুনীল। ট্রফি নেওয়ার সময় রাজ্যপালের সামনে চলে আসেন তিনি। ছবি তোলার ক্ষেত্রে সমস্যার কথা ভেবে সুনীলকে টেনে আরও কিছুটা বাঁ দিকে সরিয়ে দেন গণেশন। এই ঘটনায় কিছুটা অবাক হয়ে গেলেও সঙ্গে সঙ্গেই সামলে নেন বাংলার জামাই।