বিশ্ব ক্রীড়ার মঞ্চ, অথচ ভাব খানা এমন যেন মেলায় বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছেন। গ্রেটেস্ট শো অন আর্থ এর মঞ্চে ১০ মিটার এয়ার পিস্তল শুটিং-মিক্সড বিভাগে সিলভার জয়ী তুরস্কের এক শুটার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সেনসেশন। ইউসুফ ডিকেক। ৫১ বছরের ইউসুফ খেলতে নেমেছিলেন কার্যত পকেটে হাত দিয়ে। চোখে সাধারণ চশমা, স্পেশালাইস লেন্স নেই, কানে ইয়ার প্রোটেক্টার নেই। এক হাত আবার পকেটে, অন্য হাত দিয়েই নিশানায় তাক করছেন। যেখানে অন্যান্য প্রতিযোগীরা রীতিমতো রণসাজে সজ্জিত। সেখানে ওমন ছিমছামভাবেই নিশানায় গুলি ছুঁড়ে তিনি রুপো জিতে ফিরলেন।
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল। কিন্তু তুরস্কের এই শুটারের জন্য ভুরি ভুরি শুভেচ্ছা পাচ্ছেন আদিল হুসেন। কী কাণ্ড! কেন জানেন? ভারতীয় অভিনেতা আদিলকে নাকি অবিকল ভাইরাল শুটারের মতন দেখতে। তাই তাঁর ভাগের শুভেচ্ছা পাচ্ছেন অভিনেতা। গোটা বিষয় দেখে যেমন তাজ্জব বনে গিয়েছেন অভিনেতা, এবং বেশ মজাও পেয়েছেন।
ইউসুফকে নিয়ে ছবি-মিম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই রেশ এসে পড়ছে আদিল হুসেনের উপরেও। সম্প্রতি এক টুইটার ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে লেখা হয়, 'আদিল হুসেন স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি অলিম্পিক্সে রুপো পাওয়ার জন্য। তুর্কির হয়ে তিনি এটা জিতলেন। শ্রদ্ধা।'
এই পোস্ট দেখে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন আদিল। অভিনেতা বলেছেন, যে করেছে জেনে বুঝেই করেছে। ব্যাপারটায় তিনি বেশ মজাও পেয়েছেন বলে জানান।