ক্রিকেট বেটিংয়েও ব্যবহৃত হচ্ছে এআই! বোলার বল নিয়ে দৌড় শুরু করতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানিয়ে দিচ্ছে কী হতে চলেছে। ব্যাটার চার বা ছয় হাঁকাতে পারবেন কিনা বলার চেষ্টা করছে সেটাও। সম্প্রতি কলকাতার কয়েকজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে এআই নির্ভর অ্যাপের খোঁজ পাওয়া গিয়েছে
ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ চলাকালীন হেয়ার স্ট্রিট এলাকা থেকে তিনজন ক্রিকেট জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা জানায়, একটি এআই নির্ভর অ্যাপের সাহায্যে তারা বেটিং করে। চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নামও বলে তারা। সেই সূত্রে বাগেলা নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।
ক্রিকেট জুয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রতি জুয়াড়িদের মধ্যে বেশ জনপ্রিয়। এআই নির্ভর অ্যাপে আইপিএলের যে ম্যাচটি খেলা হচ্ছে, সেটিকে ভিত্তি করেই পয়েন্ট ওঠানামা করতে থাকে। প্রত্যেক ক্রিকেটারের সম্পর্কে বিশদ তথ্য জমা থাকে অ্যাপে। তাঁদের অ্যাকশন বিশ্লেষণ করে কোনও বলের ভবিষ্যৎ কী হবে পারে তা সঠিকভাবে জানানোর চেষ্টা করে অ্যাপটি।