ইংল্যান্ডের সঙ্গে চলতি টেস্ট সিরিজের বাকি তিনটে টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। এই টেস্টগুলিতে 'ব্যক্তিগত কারণে' দলের বাইরে থাকছেন বিরাট কোহলি। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হলেও, প্রথম একাদশে তাঁদের অন্তর্ভুক্তি নির্ভর করছে তাঁদের ফিটনেসের ওপর। দলে নেই শ্রেয়স আইয়ারও। নতুন মুখ এবং চমক বলতে পেসার আকাশদীপ সিং। আভেশ খানের বদলে দলে এলেন তিনি।
ইতিমধ্যেই ভারতীয় দলে একদিনের আন্তর্জাতিকে সুযোগ পেয়েছেন বাংলার এই বোলার। খেলেছেন এশিয়ান গেমস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও।
সাম্প্রতিককালে, বাংলা থেকে মহম্মদ শামি ও মুকেশ কুমারের পর ২৭ বছর বয়সী আকাশদীপ সিং তৃতীয়জন যিনি বাংলার হয়ে খেলে ভারতীয় দলে সুযোগ পেলেন।
২০২২ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে কিনেছিল ২০ লক্ষ টাকা দিয়ে। ৭টি আইপিএল ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছিলেন বাংলার এই প্রতিশ্রুতিমান বোলার।
প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর রেকর্ড রীতিমত ঈর্ষাজনক। ২০১৯ সালে অভিষেক হয় তাঁর। ২৯ ম্যাচে খেলে নিয়েছেন মোট ১০৩টি উইকেট।