২ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বায়ার্ন মিউনিখ তারকা আলফান্সো ডেভিসের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। সেবারও জার্সি বিনিময় করতে দেখা যায় দুই তারকাকে। এবার কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের পর আলফান্সো ডেভিসকে এদিনও দেখা যায় মেসির সঙ্গে জার্সি বিনিময় করতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল।
২০২৩ সালে অ্যালাইন্স অ্যারিনায় বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২-০ গোলে হারতে হয় পিএসজিকে। সেই ম্যাচেই প্রথম মেসির সঙ্গে দেখা যায় আলফান্সোকে। এদিন কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে হার কানাডা। ম্যাচের পর মেসির সঙ্গে জার্সি বিনিময় করলেন কানাডার জাতীয় দলের তারকা ফুটবলার আলফান্সো ডেভিস।