বিনেশ ফোগাতের পাশে প্রাক্তন বিশ্বজয়ী কুস্তিগীর জর্ডন বুরোস। অবিলম্বে কুস্তির নিয়ম বদলের দাবি জানালেন তিনি। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংকে ওই দাবি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, রুপোর পদক দেওয়ারও দাবি করেছেন ভারতীয় কুস্তিগীরকে।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তরফে জানানো হয়েছে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগাত বাতিল হয়ে গিয়েছেন । খুবই দুঃখজনক । বাড়তি ওজন কমানোর জন্য সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল । কিন্তু কাজ হয়নি । ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ।
পুরো ঘটনায় তীব্রভাবে নিন্দা করেছেন জর্ডন। জানিয়েছেন, যেভাবে বিনেশকে অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়েছে তাতে তিনি ক্ষুব্ধ। লড়াই করেই বিনেশ রুপোর পদক নিশ্চিত করেছিল বলে দাবি করেছেন তিনি। এখনই কুস্তির নিয়ম বদল করার দাবি তাঁর।
এদিকে বক্সিং চ্যাম্পিয়ন বিজেন্দ্র সিং পুরো ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, বিনেশ ফোগাত এত বড় ভুল করতে পারেন না। পুরো ঘটনায় ষড়যন্ত্রের শিকার তিনি।
সংবাদসংস্থা PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজেন্দ্র সিং জানিয়েছেন, পুরো বিষয়টি সাবোতাজ। কারণ বিনেশ এত বড় ভুল কখনই করতে পারেননা। তাঁর দাবি, যে কোনও খেলোয়াড়রা রাতারাতি ৫-৬ কেজি ওজন কমাতে সক্ষম। পুরো বিষয়টি কঠিন হলেও বাস্তবে তা সম্ভব। সেকারণে ১০০ গ্রাম ওজন কমানো বিনেশের পক্ষে সম্ভব ছিল। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত রুঢ় বলেও মত তাঁর।
প্যারিস অলিম্পিকে প্রথম থেকেই অসাধারণ পারফর্ম করছেন ভিনেশ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি-র বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দিয়েছিলেন তিনি। সুসাকি এর আগে কখনও কোনও আন্তর্জাতিক কুস্তি ম্যাচে হারেননি। টানা ৮০টা ম্যাচে অপরাজিত ছিলেন৷ কিন্তু তাঁকে হারতে হয় ভারতীয় কুস্তিগিরের কাছে। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকাসা লিভাচ-কে হারিয়ে পদক নিশ্চিত করেন ফোগাত।