হাত নেই, পা দিয়েই লক্ষ্যভেদ করে প্যারা এশিয়াডে সোনা-র মেয়ে হয়ে উঠেছেন শীতল দেবী । এবার সেই সোনা-র মেয়েকে অভ্যর্থনা জানাতে চলেছেন মাহিন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা । তিনি বরাবরই দেশের প্রতিভাদের খুঁজে বের করে তাঁদের সাহায্য করেন । শীতল দেবী-কেও তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা । তাঁর প্রতিভা, মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন তিনি । একইসঙ্গে তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে বড় ঘোষণাও করেছেন আনন্দ ।
আনন্দ মহিন্দ্রা এক্স হ্যান্ডেলে জানান, শীতল দেবীকে গাড়ি উপহার দিতে চান । তাই, তিনি শীতল দেবীকে তাঁদের সংস্থার যে কোনও একটি গাড়ি বেছে নিতে অনুরোধ করেছেন । একইসঙ্গে সেই গাড়িটি শীতলের সুবিধামতো মডিফাই করা হবে বলে জানিয়েছেন তিনি । আনন্দ মহিন্দ্রা লেখেন, "আমার জীবনের সামান্য সমস্যাগুলি নিয়ে আর কোনও অভিযোগ করব না । শীতল দেবী, আপনি আমাদের কাছে শিক্ষিকা । "